আচরণ বিধি লংঘন করে মহেশখালীতে শরীফ বাদশার শো-ডাউন
নির্বাচনী আচরণবিধি লংঘন করে কক্সবাজার-২ (মহেশখালী -কুতুবদিয়া) আসনে শো ডাউন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশা।
তিনি ৬ ডিসেম্বর বিকেল ৪ টায় গাড়ি বহর নিয়ে শো- ডাউন করে মহেশখালীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। স্থানীয় লোকজন জানান, এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন প্রচারণার কোন নির্দেশনা না দিলেও তিনি প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেছেন। এটি আচরণ বিধির লংঘন।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, শো-ডাউনের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ করেছেন কিনা আমার জানা নেই।