আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কক্সবাজারে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের আয়োজনে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ এবং তাপ্তি চাকমা,দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুল,পদস্থ সরকারি কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি যথাযথভাবে উদযাপন উপলক্ষে মানববন্ধন, সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন টাঙ্গানো, র্যা লী,আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।