আমরা সন্ত্রাসও নাশকতাকারীদের দমন করবো : তথ্য প্রতিমন্ত্রী
সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সন্ত্রাসের মাধ্যমে কিছু করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস এড়ানোর জন্য আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু এও বলতে চাই, সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। আমরা সন্ত্রাসকে দমন করবো।’ সন্ত্রাস করলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করবে বলেও ঘোষণা দেন আরাফাত।
রবিবার (৪ আগস্ট) বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।