ঈদগাহ্

ঈদগাঁও‌তে বিএন‌পি জামায়াতের সন্ত্রাসী‌দের স শস্ত্র হামলায় ক্ষয়-ক্ষ‌তি শত কো‌টি টাকা !

ঈদগাঁওতে ইউএনও-আ’লীগ নেতার গাড়িতে আগুন, ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা।

কক্সবাজার ঈদগাঁওতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘর ও ব্যবসা প্রতিষ্টান ভাঙচুর করা হয়। এসময় ৫-৭জন আহত হয়।

রোববার (৪ আগস্ট) বিকাল ৫ টার পর থেকে ঈদগাঁও বাস স্টেশনে অসহ‌যোগ আ‌ন্দোল‌নের না‌মে তান্ডব চা‌লি‌য়েছে বিএন‌পি জামায়াতের চি‌হ্নিত দেশ‌দ্রোহী সন্ত্রাসীরা।
ঈদগাঁও থানা কম‌প্লে‌ক্সে হামলা, উপ‌জেলা প‌রিষদ কম‌প্লে‌ক্সে হামলা, ট্রা‌ফিক পু‌লিশ বক্স ভে‌ ঙ্গে জ্বা‌লি‌য়ে দেওয়া, ও‌সি`র গাড়ী ও ইউএনও`র গাড়ী ভে‌ঙ্গে জ্বা‌লি‌য়ে দেওয়া, বাজার ও বাস স্টেশ‌নের শতাধিক ব‌্যবসা‌য়িক স্থাপনা ও যানবাহ‌নে হামলাও অ‌গ্নি সং‌যোগ, হতাহতসহ আনুমা‌নিক ১০০ কো‌টি টাকারও অ‌ধিক ক্ষয়-ক্ষ‌তি ক‌রে‌ছে আ‌ন্দোলনরত বি‌এন‌পি জামায়া‌তের সন্ত্রাসীরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। হঠাৎ কোথায় থেকে বিএনপি জামায়েত নেতারা এসে আমাদের ওপর হামলা করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও আমার ব্যক্তিগত গাড়িসহ আরও কয়েকটি গাড়িতে আগুন দেন। আমাদের উপজেলা শ্রমিকলীগ নেতা, ছাত্রলীগ নেতার পারিবারিক ব্যবসা প্রতিষ্টান ও ভাইস চেয়ারম্যান করিম সিকদারের বাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি সন্ত্রাসীরা থানা ঘেরাও করার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *