উখিয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরামর্শ সভা অনুষ্ঠিত
উখিয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় স্থানীয় নেতৃত্বাধীন পরিকল্পিত ও টেকসই উদ্ভাবনের লক্ষ্যে হিউম্যানিট্যারিয়ান পার্টনারশিপ প্লাটফর্মের সূচনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের হলরুমে কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার বদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ।
সভায় অনগ্রসর এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।