উখিয়ায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত
উখিয়ায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে ঘূর্ণিঝড় মাঠ মহড়া শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহায়তায় একটি বেসরকারি সংস্থা উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় দুর্যোগ মোকাবেলায় আবহাওয়ার সংকেত প্রচার, লাল পতাকা উত্তোলন, ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা, উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণসহ অন্যান্য বিষয়ে ধারণা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
এ সময় কক্সবাজার সিপিপির উপ-পরিচালক হাসানুল আমিন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।