উখিয়ায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
উখিয়ায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ পুলিশের সহযোগিতায় উখিয়া থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন।
সভায় সহিংসতার শিকার নারী ও কিশোরীদের তাৎক্ষণিক সেবা প্রদান, পারস্পরিক সহযোগিতা জোরদার, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং শিশু শ্রম বন্ধে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, থানার পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।