উখিয়া

উখিয়ায় প্রান্তিক চাষিদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ সার বিতরণ

উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক চাষিদের মাঝে কৃষি যন্ত্রপাতি, বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

বর্তমান আওয়ামীলীগ সরকার, কৃষি বান্ধব সরকার। দেশের কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি যন্ত্রপাতি ক্রয়েতে ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছে। বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ও সার দিচ্ছে প্রান্তিক পর্যায়ে। সরকারের এ নীতিতে দেশের কৃষক কম খরচে, কম সময়ে ধান ও কাটা মারাই করতে পারবে। সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় আধুনিক চাষাবাদ করার লক্ষ্যে উখিয়া উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে চারা রোপন ও শস্য কর্তন যন্ত্রসহ বীজ সার বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *