উখিয়ায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উখিয়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।
সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।