এইচএসসিতে কুতুবদিয়া সরকারি কলেজ জেলায় সেরা
কুতুবদিয়ায় এইচএসসিতে সেরা ফলাফল করেছে কুতুবদিয়া সরকারি কলেজ। ৪৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪৪৫ জন ছাত্র-ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৯৭.১৬ ভাগ। উপজেলার ৪টি কলেজের মধ্যে তারা ভাল ফলাফল করেছে। কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে প্রথম বারের মত এইচএসসিতে ৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৫ জন। পাশের হার ৮৯.২৯। কুতুবদিয়া মহিলা কলেজে ১৪৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১১৪ জন ছাত্রী। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৮ জন শিক্ষার্থী।
অপরদিকে কারীগরি শিক্ষা বোর্ডের অধিনে দ্বীপের একমাত্র টেকনিক্যাল কলেজ কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীরা বরাবরের মত এবারও সেরা ফলাফল করেছে। ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ৮২ জন অংশ নিয়ে পাশ করেছে ৭৮ জন। পাশের হার ৯৫.১২। জিপিএ ৫ পেয়েছে জন শিক্ষার্থী। ধুরুং ছমদিয়া আলিম মাদরাসা থেকে আলিমে ১ জন জিপিএ ৫ সহ ২৪ জন পরীক্ষাথীৃর মাঝে পাশ করেছে ২৩ জন। পাশের হার ৯৬.০।
কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম বলেন, সদ্য এইচএসসির প্রকাশিত তাদের কলেজের ফলাফলে তিনি সন্তুষ্ট। গত বছরও তাদের কলেজ থেকে ভালো ফলাফল করেছে। আগামীতেও শিক্ষার্থীরা যাতে আরো ভাল রেজাল্ট করতে পারে সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন।