কক্সবাজারের ১১ জন কৃতি খেলোয়াড়দের মাঝে ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাাণ ফাউন্ডেশন হতে কক্সবাজার জেলার ১১জন খেলোয়ারড়দের মাঝে ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আযোজনে এ চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি আধুনিক ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষায় মনোযোগী হওয়ার আহবান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দীন মিল্কী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মো জসিমউদ্দীনসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এ সময় পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেনীর চারজন খেলোয়াড়কে বাৎসরিক ১২ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা এবং একাদশ থেকে স্নাতক শ্রেনী পর্য ন্ত সাতজন খেলোয়াড়কে ২৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ফুটবল, ক্রিকেট, ভলিবল, আর্চারি, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক’ প্রদান করা হয়।