কক্সবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
“প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন”-এ প্রতিপাদ্যে ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে কক্সবাজারে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যাপলী,সহায়ক উপকরণ বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় প্রাঙ্গনে র্যাোলীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
পরে স্কুল মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ ছাইদুজ্জামান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো আবুল কাশেম, মো সফিউদ্দীন সফি, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগীতায় বিশেষ চাহিদা সম্পন্ন ১০টি হুইল চেয়ার, ২টি ইয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।