কক্সবাজারে ক্যাম্পেইন এডভোকেসী প্রোগ্রাম CAP এর কর্মশালা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে ক্যাম্পেইন এডভোকেসী প্রোগ্রাম CAP এর উদ্যোগে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের একটি কনভেনশন হলে জেলা ছাত্রলীগের সকল ইউনিটের প্রতিনিধির অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখী, আনোয়ার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মশালায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণদের অনলাইন ও অফলাইনে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে সক্রিয়তা বৃদ্ধি এবং রাজনৈতিক প্রোপাগান্ডা ও গুজব রুখতে দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।