কক্সবাজারে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। এতে কক্সবাজারে ৪টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এবার কক্সবাজারের ৪টি আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১২ জন।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চুন্নু বলেন, আমরা অনেক কাটাছেঁড়ার পর ২৮৯ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। ১১টি আসনে পরে সিদ্ধান্ত নেবো। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে হোসনে আরা, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মাহমুদুল করিম, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে এডভোকেট মোহাম্মদ তারেক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো জাপার মনোনয়ন পেয়েছেন।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।