কক্সবাজারস্বাস্থ্য

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তদের ৮১% রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী।

জেলায় মোট ডেঙ্গু রোগীর ৮১ দশমিক ৫৮ শতাংশই রোহিঙ্গা বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শাহ ফাহিম আহমদ ফয়সাল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ অগাস্ট পর্যন্ত এ জেলায় মোট ১৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১১ হাজার ২০৭ জনই রোহিঙ্গা। আর সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

গত সাত দিনে জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৬; যার মধ্যে এক হাজার ৮৩০ জন রোহিঙ্গা।

সিভিল সার্জন কার্যালয়ের ফয়সাল জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা আশ্রয় শিবির ও তার আশপাশের এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আশ্রয় শিবিরের ১, ১ (পশ্চিম), ১ (পূর্ব), ৩, ৪, ৯, ১৭ নম্বর শিবির সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ; যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ৩ নম্বর শিবিরে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক আবু তোহা মো. আর. হক ভূঁইঞা বলেন, আশ্রয় শিবিরগুলো ঘনবসতিপূর্ণ, অপরিচ্ছন্ন নালা ও যেখানে-সেখানে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়ছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কমে আসবে।

২০২২ সালে কক্সবাজারে ডেঙ্গুতে মোট ১৯ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছিলেন; যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ রোহিঙ্গা। একই বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন; যার মধ্যে রোহিঙ্গা ২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *