কক্সবাজারে তিন শতাধিক গ্রাম প্লা’বিত; ৪৭ মে. টন চাল ও ৫ লক্ষ টাকা বরাদ্দ
গত তিনদিনের ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের ৭টি উপজেলার প্রায় ৩০০টি গ্রাম। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষ।
খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন।
ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা পানি বন্দী পরিবারগুলোর মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন জানান, টেকনাফ ও মহেশখালী উপজেলা ছাড়া বাকী ৭টি উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ ৫ লক্ষ টাকা পৌঁছে দেয়া হয়েছে।
এ দুটি উপজেলায়ও সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ আছে, প্রয়োজন মতো এ সহায়তা প্রদান বৃদ্ধি করা যাবে বলেও তিনি জানান।