কক্সবাজারে নৌকার বিজয় নিশ্চিতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত
জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভায় নেতৃবৃন্দ।
৭ জানুয়ারী অনুষ্টিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে প্রতিহত করতে বিএনপি- জামায়ত আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাই। অবরোধ হরতালের নামে গুপ্ত হামলা করে গাড়িতে আগুণ দিয়ে জাতীয় নির্বাচন বানচাল করা যাবেনা। দেশের জনগন বিএনপি-জামায়াতের আগুণসন্ত্রাস কে প্রত্যাখ্যান করেছে। জনগণ উন্নয়নের পক্ষে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারী একটি উৎসব মুখর নির্বাচন হবে। জেলা আওয়ামী লীগের জরুরি সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
বুধবার (২৯ নভেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা সন্ধায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্টিত হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত নির্বাচনি প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুতুবদিয়া-মহেশখালী আসনের নৌকার প্রার্থী সাংসদ আশেক উল্লাহ রফিক, এড.রনজিত দাশ, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম, এম.এ. মনজুর, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, কুতুবদিয়া উপেজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টু, জেলা কৃষকলীগের সহসভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তছলিমা আকতার রুমানা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন,পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
নির্বাচনি প্রস্তুতি সভায় চারটি আসনে নৌকার বিজয় তরান্বিত করতে জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি নির্বাচনি সম্বন্বয় কমিটি গঠন সহ পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার নৌকার প্রার্থির সাথে সম্বন্বয় করে কেন্দ্র ভিত্তিক কমিটি করে একটি সুষ্ট, নিরপেক্ষ,অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জেলার চারটি আসনে নৌকার প্রার্থীকে বিজয় করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় সকল নেতৃবৃন্দ কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সকল স্থরের নেতৃবৃন্দসহ উপস্থিত থাকার আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. আব্বাছ উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, ইঞ্জিনিয়ার বদিউল আলম,খোরশেদ আলম কুতুবী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, রহিম উদ্দিন মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবাইদ রুমেল, রোমেনা আকতার, আহসান সুমন, মিজানুর রহমান হেলাল,জেলা শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ সহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।