কক্সবাজার

কক্সবাজারে বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বড় বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানান তিনি।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল দাসসহ অন্যান্যরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *