কক্সবাজার

কক্সবাজারে বিভিন্ন ‍উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যে কক্সবাজারে গতকাল বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম মধুসূদন দে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, দুর্নীতি দমন কমিশনের পিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

ঈদগাঁও উপজেলায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। এর আগে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মানব বন্ধনের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে পেকুয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালী শেষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি রূম্পা ঘোষ। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সবাইকে দুর্নীতি প্রতিরোধে নৈতিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *