কক্সবাজার

কক্সবাজারে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যা লী ও আলোচনা সভা।

“সয়েল এন্ড ওয়াটার এ সোর্স অফ লাইফ” এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যাওলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষিকাজে যারা জড়িত তাদেরকে স্মার্ট শিক্ষায় শিক্ষিত করা গেলে মাটির যথাযথ ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত হবে। এ লক্ষে কাজ করছে সরকার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা কাজি জাহিদ ফজল, মৎস্য গবেষণা ইনষ্টিিটউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড রায়হান উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মাটি ও জীববৈচিত্র রক্ষার চ্যালেঞ্জ সমূহ নিরসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *