কক্সবাজারে সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
কক্সবাজার সদর উপজেলায় সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৮০ জন প্রতিযোগী অংশ নেয়।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম ওবায়দুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক আবুল কাশেম কুতুবী। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ খাইরুল বশার সিরাজী।