কক্সবাজার

কক্সবাজারে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

কক্সবাজার ও টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতাসম্পন্ন দু’টি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।
অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎকেন্দ্র দু’টির প্রস্তাব অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার সদর উপজেলায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ যৌথভাবে পেয়েছে কেএআই বাংলাদেশ অ্যালুমিনিয়াম লিমিটেড ও অলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোর্টিয়াম।
প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসাবে সরকার পরিশোধ করবে ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *