কক্সবাজারে ২শ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জেলা প্রশাসনের নির্দেশনায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে কক্সবাজারে সনাতন সম্প্রদায়ের অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার শহরের শহীদ দৌলত ময়দানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০০ পরিবারের মাঝে চাল, তেল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।