কক্সবাজার তথ্য অফিসের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় কর্মশালা অনুষ্ঠিত
তথ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও চট্টগ্রাম তথ্য অফিসের সহযোগীতায় হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার মো: শাহেনুর মিয়া। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তথ্য অধিকার আইন,অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, ও সিটিজেন চার্টার বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার মো আব্দুল জলিল।
এতে তথ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৫০ জন অংশীজন অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় সুশাসন প্রতিষ্ঠা, চতুর্থ শিল্পবিপ্লব সমন্বিত সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরতে গণমাধ্যমের তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব ও চ্যালেঞ্জসমূহের উপর আলোকপাত করা হয়।