কুতুবদিয়ায় বিশ্ব মৎস্য দিবস পালিত
সমুদ্রে প্লাস্টিক বর্জ ও ছেড়া জাল না ফেলার অঙ্গীকারের মধ্য দিয়ে কুতুবদিয়ায় বিশ্ব মৎস্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) বড়ঘোপ রোমাই পাড়া এলাকায় বিকাল সাড়ে তিনটার দিকে আন্তর্জাতিক মৎস গবেষণা সংস্থা ওয়াল্ডফিশ এর এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) প্রকল্প এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, কুতুবদিয়ার ইকোফিশের গবেষণা সহযোগী মো: সুলতান মাহমুদ,গবেষণা সহকারী আবু হাসনাত জিমসহ মৎস্যজীবী, ল্যান্ডিং সেন্টার-ভিত্তিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটি, ব্লু গার্ড, মৎস্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় সম্প্রদায় এবং স্টেকহোল্ডার সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সামুদ্রিক প্লাস্টিক বর্জ, জীববৈচিত্র্য সংরক্ষণ, অপ্রচলিত মৎস্যজাত পণ্যের যথাযথ ব্যবহার, ছেড়া জাল /ভৌতিক জাল নির্মূল এবং অবৈধ, অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার ঝুঁকি নিয়ে আলোচনা করেন তাঁরা।