ঈদগাহ্কুতুবদিয়া

কুতুবদিয়ার ওসি’কে ঈদগাঁও থানায়, ঈদগাঁও’র ওসিকে কুতুবদিয়ায় বদলী

কুতুবদিয়া থানার ওসি শুভ রঞ্জন চাকমা (৭৮০৬১২৪০৭৪)-কে ঈদগাঁও থানার ওসি হিসাবে এবং ঈদগাঁও থানার ওসি মো: গোলাম কবির (৮৪০৮১২১৮৪১) কে কুতুবদিয়া থানার ওসি হিসাবে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের কুতুবদিয়া ও ঈদগাঁহ থানার ওসি সহ সারা দেশের মোট ৩৩৮ জন ওসিকে দেশের বিভিন্ন থানায় ওসি পদে পদায়ন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দেশের যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার দেশের ৩৩৮ থানার ওসি’র বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *