কুতুবদিয়া

কুতুবদিয়ার শ্রেষ্ঠ জয়িতা তসলিমা চৌধুরী

কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ইং পালিত হয়েছে। এসময়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী তসলিমা চৌধুরীকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসাবে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জাকের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন নাহার, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *