কুতুবদিয়া থানায় ত্রৈমাসিক ‘ডি-ব্রিফিং সেশন’ সভা অনুষ্ঠিত
কক্সবাজারের কুতুবদিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং সহিংসতার শিকার নারী ও কিশোরীদের তাৎক্ষণিক সেবা লক্ষ্যে কুতুবদিয়া থানায় ত্রৈমাসিক ‘ডি-ব্রিফিং সেশন’ (জিবিভি রেসপন্স সার্ভিসের ওপর) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় থানার হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হেলথ এ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইউএনএফপির সহায়তায় এবং এ্যাকশন এইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা এর সভাপতিত্বে ও কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওসিসি সিনিয়র প্রোগ্রাম অফিসার ওয়াসেকা সাওম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার তদন্ত ওসি কানন সরকার, ওসিসি কেইস ওয়ার্কার আশা চাকমা, জ্যাপাইগো বাংলাদেশ এর মেডিকেল এসিস্ট্যান্ট মামুনি চাকমাসহ এসআই, এএসআই, কনস্টেবল,এনজিও প্রতিনিধিগণ।
সভায় বক্তারা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৃহীত পদক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত সহায়তা, ওসিসি সেবা ও রেফালের পাথওয়ে সম্পর্কে অবহিতকরণ, সহিংসতার ধরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা এবং আইনি ধারা সম্পর্কে আলোচনা করেন।