উখিয়া

ক্যাম্পে রোহিঙ্গার হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, আটক ৩

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হলেও চক্রের ৩ থেকে ৪ সদস্য পালিয়ে যায়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি এর ছৈয়দ আহমেদের স্ত্রী সারা খাতুন (৪৩), একই ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে আবু তাহের (২৩) ও আবু তৈয়ব (২১)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানান, সোমবার (৪ ডিসেম্বর) কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৩ জন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেয়। এসময় দুইজনের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র র‌্যাবের নিকট প্রদর্শন করে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেনি তারা। এসময় ২টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী। দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *