খাদ্য গুদামের পেছনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরঞ্জাম জব্দ
কক্সবাজার রেঞ্জাধীন ঝিলংজা বনবিটের দক্ষিণ হাজী পাড়া (খাদ্য গুদামের পেছনে) এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে পরিচালিত যৌথ অভিযানে জব্দ করা হয় শাবল, পাহাড় কাটার কাজে ব্যবহৃত কোদাল, বেলচা।
কক্সবাজার রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সদর সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অবৈধভাবে পাহাড় কাটা এবং পাকাঘর নির্মাণের বিরুদ্ধে পুলিশ ফোর্স, আনসার ও বন বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালায়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বন মামলা দায়ের প্রক্রিয়াধীন। দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।