কক্সবাজার সদর

খুরুশকুলে শেষ হলো পাঁচদিনের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাস মহোৎসব

কক্সবাজারে শেষ হলো পাঁচদিনের ঐতিহ্যবাহি বায়ান্ন তম খুরুশকুল সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব।
গত ২৫ নভেম্বর থেকে পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবের আয়োজনে ছিল মহতী ধর্মসভা, লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ।
মঙ্গলবার শেষ দিনেও মন্দির প্রাঙ্গণে পাপ মুক্তির আশায় রাতভর পূজার্চনা আর ভগবানের যুগল রূপ দর্শন করেন লাখো পূণ্যার্থী ও ভক্তরা। এ ছাড়া বিতরণ করা হয় মহাপ্রসাদ।
পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মাচরন শেষে ঊষা লগ্নে ধুপ, দ্বীপ প্রজ্জ্বলন, ধান-দুর্বা ও বেল পাতা সমুদ্র জলে অর্পণের মাধ্যমে শেষ হয় এ মহোৎসবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *