গতি ফিরছে ইন্টারনেটে
বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ ক্যাপিং (সীমিত) করা ১৯টির মধ্যে ১১টা আইআইজি’র আইপিএলসি খুলে দেওয়ায় ইন্টারনেটে গতি ফিরতে শুরু করেছে। গত শনিবার (২৪ নভেম্বর) ৫টি ও রবিবার (২৬ নভেম্বর) ৬টি সব মিলিয়ে ১১টি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধ করায় আইপিএলসিগুলো (ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট) খুলে দেওয়া হয়েছে। ৮টি প্রতিষ্ঠান এখনও বিল পরিশোধ করেনি বলে জানা গেছে।
দেশের ৩৪টি আইআইজির মধ্যে ১৯টির বিল বকেয়া ছিল ৩৮৪ কোটি টাকা। এই অভিযোগে সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিপিএলসি) আইআইজিগুলোর ব্যান্ডউইথ গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে ক্যাপিং করা হয়। ফলে দেশের গ্রাহকদের অনেকে ধীর গতির ইন্টারনেট-সেবা পান। এখনও ইন্টারনেটের গতি পুরোপুরি ফেরেনি।
জানা যায়, দেশের মোট ব্যবহৃত (৫১০০ জিবিপিএস) ব্যান্ডউইথের মধ্যে ২৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি করে বিএসসিপিএলসি। ১৯টি আইআইজির বিল বকেয়া থাকায় ৫৭২ জিবিপিএস ব্যান্ডউইথ ডাউন করা হয়।
জানতে চাইলে বিএসসিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ রবিবার (২৬ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোট ডাউন করা ৫৭২ জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে এখন ২৮১ জিবিপিএস ব্যান্ডউইথ ক্যাপিং করা আছে। এরমধ্যে দুটি প্রতিষ্ঠানের কাছে রয়েছে ২২০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে ‘আমরা টেকনোলজিস লিমিটেডের’ কাছে রয়েছে ১৯০ জিবিপিএস ও পিআরএক্স নেটওয়ার্কসের কাছে রয়েছে ৩০ জিবিপিএস। অবশিষ্টটা রয়ে গেছে ৬টি প্রতিষ্ঠানের কাছে। ‘আমরা টেকনোলজিস লিমিটেডের’ কাছে বকেয়া রয়েছে ৬১ কোটি টাকা।
জানা যায়, আইআইজিগুলোর কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
জানতে চাইলে আইআইজি ফোরামের মহাসচিব আহমেদ জুনাইদ বলেন, ‘কোনও ধরনের নোটিশ দেওয়া ছাড়াই (মেইল, মেসেজ বা কল) সাবমেরিন ক্যাবল কোম্পানি যে আইআইজিগুলোর ব্যান্ডউইথ ক্যাপিং করলো তা অনভিপ্রেত। ছুটির দিন হওয়ায় গ্রাহকের ভোগান্তি বেশি হলো। সাপ্তাহিক কর্ম দিবসে হলে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া যেতো।’ আগামীতে এ ধরনের কাজ করার আগে সংশ্লিষ্টদের সাবমেরিন ক্যাবল কোম্পানি নোটিশ দেবে বলে তারা আশা করেন। তিনি আরও বলেন, ‘সাবমেরিন ক্যাবল কোম্পানি কাউকেই আগে নোটিশ দেয়নি। আইপিএলসি ক্যাপিং করার পরে নোটিশ দিয়েছে। বিল পরিশোধের পরে সাবমেরিন ক্যাবল কোম্পানি আইপিএলসিগুলো ওপেন করে দিচ্ছে।’
উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল কোম্পানির কাছ থেকে ব্যান্ডউইথ কেনে কয়েকটি আইএসপি ও আইআইজিগুলো। আইআইজি থেকে ব্যান্ডউইথ কিনে সরাসরি গ্রাহককে সেবা দেয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও মোবাইল ফোন অপারেটরগুলো।