চকরিয়ায় যাত্রীবাহী বাস ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে: ইউএনও
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে একটি যাত্রীবাহী বাস ভাংচুর এবং চালককে মারধর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেলে চিরিংগা হাসপাতাল সড়ক সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বিকেলের দিকে কয়েকটি মোটরসাইকেল যোগে কিছু যুবক মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িটি ভাংচুর করে এবং বাস চালককে মারধর করে পালিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী কমিশনার ভূমি মো: রাহাতউজ্জামান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা।