চকরিয়াপেকুয়া

চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টির হোসনে আরা আরজু’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকছেন একমাত্র নারী প্রার্থী জাতীয় পার্টির হোসনে আরা আরজু। রোববার যাচাই বাচাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

হোসনে আরা আরজু চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছের সহধর্মিণী।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। নির্বাচনী মাঠে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজুকে নতুন করে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন।

চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বিগত সময়ে চকরিয়া পেকুয়া উপজেলায় অভুতপুর্ব উন্নয়ন কর্মকান্ড করেছেন। এ দুই উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নয়নে ঢেলে সাজিয়েছেন। হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির ভালো কাজের মুল্যায়ন হিসেবে এবার চকরিয়া পেকুয়াবাসি তাঁর সহধর্মিণী হোসনে আরা আরজুকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি।
সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছের মতো চকরিয়া-পেকুয়াবাসির সেবা করার ব্রত নিয়ে আগামী দিনে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। হোসনে আরা আরজু সকলের দোয়া, সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *