কক্সবাজার

চাহিদার কারনে বগি সংখ্যা বাড়লো কক্সবাজার-ঢাকা ট্রেনের

এ যেনো এক দীর্ঘ অপেক্ষার অবসান। প্রথমবারের মতো হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে যাবে সমুদ্র শহর কক্সবাজার থেকে। ঢাকা কক্সবাজার রুটে অবশেষে সেই স্বপ্নের ট্রেন চলাচল শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে।

এদিন দুপুর ১২ টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে প্রথম ছেড়ে যাবে বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এর মধ্য দিয়ে স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে দেশের সর্বদক্ষিণ অঞ্চলের মানুষের।

কক্সবাজার রেলস্টেশনের বুকিং অফিসার নেজাম উদ্দিন জানান, প্রতিবার যাত্রায় ট্রেনটি বহন করবে ৯০০ যাত্রী। শুরুর প্রথম দিন ছাড়াও ৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে ঢাকা গামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, মানুষের চাহিদা দেখে বাড়ানো হয়েছে বগির সংখ্যা। আগে যেটি ২১ টি বগি ছিলো, সেটা করা হয়েছে ২৩ টি।

এরমধ্যেই ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রী সেবার জন্য সকল ধরনের প্রস্তুতির কথা জানান এই স্টেশন মাস্টার।

ফরহাদ বিন চৌধুরী জানান, শীঘ্রই ঢাকা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকেও ট্রেন আসার কথা রয়েছে।

আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ কাজ শেষ নাহলেও বাণিজ্যিক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত বলে জানান স্টেশন মাস্টার ফরহাদ।

আপাতত দুটি ট্রেন যাতায়াত করবে এই রুটে। যেটি শুধুমাত্র থামনে চট্টগ্রাম ও ঢাকার এয়ারপোর্ট স্টেশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *