জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে- জেলা প্রশাসক
“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) দুপুরে কক্সবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। তিনি বলেন-২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা-৩ অর্জনে তথা মাতৃ ও শিশু মৃত্যুরোধে সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে হবে এবং সেবাকেন্দ্র থেকে ২৪/৭ স্বাভাবিক প্রসবসেবা দিতে প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মডেল কেন্দ্রগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে। এসময় সবাইকে সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে উদযাপন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।