কক্সবাজার

জেলায় এইচএসসিতে পাশের হার ৭০.৩৮ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে। জেলায় এবার এইচএসসিতে পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ। আলিমে পাশের হার ৯০.৭৫ শতাংশ। জেলায় এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৪১৬ জন। তারমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ হাজার ৩৪৭ জন। পাস করেছে ৯ হাজার ৩৯৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। বরাবরের মত পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষ রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। এ কলেজে ১১১৭ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১০৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৫১ জন। পাশের হার ৯৪.১৮ শতাংশ।
কক্সবাজার সরকারি মহিলা কলেজে ৯১২ জনে পাশ করেছে ৮২৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশের হার ৯০.৪৬ শতাংশ। রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ করেছে। এ কলেজে ২ জন জিপিএ ৫ সহ ২৫ জনে সকলে উত্তীর্ণ হয়েছে। কক্সবাজার সিটি কলেজ থেকে ১১১৮ জনে পাশ করেছে ৮৬৫ জন। পাশের হার ৭২.৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জেলায় বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬১৫ জন। পাস করেছে এক হাজার ৩৩৯ জন। পাসের হার ৮২ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ২৮১ জন। পাস করেছে ৫ হাজার ৫১৭ জন। পাসের হার ৬৬ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪৭০ জন। পাস করেছে ২ হাজার ৫৩৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার ফলাফলে জেলায় মাদরাসা সমুহের মধ্যে ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা ২০ জন জিপিএ ৫ সহ শীর্ষে রয়েছে বলে জানা গেছে। এ মাদরাসায় বিজ্ঞান বিভাগে পাশ করেছে ১৪ জন, জিপিএ পেয়েছে ২ জন, সাধারণ বিভাগে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী যা, গত বছরের তুলনায় প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ।
জেলায় ফলাফলে মাদরাসায়ে তৈয়বিয়া তাহেরিয়ায় পাশ করেছে ১৯, অকৃতকার্য ১ ও জিপিএ -১ জন, আলমাছিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ১১১, অকৃতকার্য ৫ জিপিএ -২ জন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৫ জন, অকৃতকার্য ৪ জন, জিপিএ পেয়েছে ১ জন, সাধারণ বিভাগে পাশ করেছে ১৬৩ জন, অকৃতকার্য ১০ জন, জিপিএ – পেয়েছে ৪ জন, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসায় বিজ্ঞান বিভাগে পাশ করেছে ১৪ জন, জিপিএ পেয়েছে ২ জন, সাধারণ বিভাগে পাশ করেছে ৭৪ জন, অকৃতকার্য ২ জন, জিপিএ – পেয়েছে ১৮ জন, হাশেমিয়া কামিল মাদরাসায় বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৫ জন, সাধারণ বিভাগে পাশ করেছে ৮৪ জন, অকৃতকার্য ১২ জন, জিপিএ – পেয়েছে ৪ জন, সুরতিয়া সিনিয়র আলিম মাদরাসায় পাশ করেছে ৩৮, অকৃতকার্য ১৪ জন, ভারুয়াকালী দারুল উলুম মাদরাসায় পাশ করেছে ২৬, অকৃতকার্য ২ জন, জিপিএ পেয়েছে ১ জন, তেতৈয়া তাফহীমুল কুরআন আলিম মাদরাসায় পাশ করেছে ৩৭ অকৃতকার্য ১৪ জন, জিপিএ পেয়েছে ২ জন, মমতাজুল উলুম আলিম মাদরাসায় পাশ করেছে ৩১, অকৃতকার্য ৫ জন, ধুরুং ছমদিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৩ জন, অকৃতকার্য ১ জন ও জিপিএ পেয়েছে ১ জন, বড়ঘোপ ফাজিল মাদরাসায় পাশ করেছে ৭৮ জন, অকৃতকার্য ৫ জন ও জিপিএ পেয়েছে ৫ জন, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ৬৬ জন, অকৃতকার্য ১৭ জন, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৩ জন ও অকৃতকার্য ১২ জন, কালারমারছরা মঈনুল উলুম মাদরাসায় পাশ করেছে ৩১ জন ও অকৃতকার্য হয়েছে ৮ জন, শাপলাপুর ইসলামিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৩ জন ও অকৃতকার্য হয়েছে ১২ জন, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৭ জন ও অকৃতকার্য হয়েছে ১৪ জন, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ৭ জন ও অকৃতকার্য হয়েছে ১০ জন, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২১ জন, অকৃতকার্য ১ ও জিপিএ পেয়েছে ১ জন, মেরুং লোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৭ জন, অকৃতকার্য হয়েছে ৩ ও জিপিএ পেয়েছে ১ জন, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৯ জন ও অকৃতকার্য হয়েছে ১ জন, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদরাসা পাশ করেছে ২৮ জন ও অকৃতকার্য হয়েছে ২ জন, রঙ্গিখালী দারুল উলুম মাদরাসায় বিজ্ঞান বিভাগে পাশ করেছে ২ জন, সাধারণ বিভাগে ৬১ জন ও অকৃতকার্য হয়েছে ২ জন, রাজা পালং এমইউ ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৯২ জন, অকৃতকার্য হয়েছে ১৪ জন ও জিপিএ পেয়েছে ৬ জন, ফারিরবিল মিনহাজুল কুরআন আলিম মাদরাসায় পাশ করেছে ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৩ ও জিপিএ পেয়েছে ১ জন এবং রুমখা পালং ইসলামিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ৭৯ জন ও অকৃতকার্য হয়েছে ৬ জন।
চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসা পাশ করেছে ১৩৯, অকৃতকার্য ৩ ও জিপিএ -৪ জন, বদরখালী এমএস ফাজিল মাদরাসা পাশ করেছে ৫৮, অকৃতকার্য ৩ ও পহর চাঁদা ফাজিল মাদরাসায় পাশ করেছে ৫১ অকৃতকার্য ৩ ও জিপিএ -১৮ জন, আমজাদিয়া রফিকুল উলুম মাদরাসায় পাশ করেছে ৯৮, অকৃতকার্য ৩ ও জিপিএ -৬ জন, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ৩৯, অকৃতকার্য ১ ও জিপিএ -১ জন, আরাবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ২৭, অকৃতকার্য নেই ও জিপিএ -১ জন, হযরত ফাতিমা বালিকা মাদরাসায় পাশ করেছে ৩০, , অকৃতকার্য ১ ও জিপিএ -১ জন, রাজাখালী বি ইউ ফাজিল মাদরাসায় পাশ করেছে বিজ্ঞান বিভাগে ৭ ও জিপিএ ৪ সাধারণ বিভাগে ৪২, অকৃতকার্য ২ ও জিপিএ -৩ জন, মৌলভীবাজার ফারুকিয়া মাদরাসায় পাশ করেছে ২৮, , অকৃতকার্য ৫ জন, ফাসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ৩১, , অকৃতকার্য ৪ জন, মগনামা মাঝির পাড়া রশিদিয়া মাদরাসায় পাশ করেছে ৩৫, অকৃতকার্য ৪ জন, জিপিএ পেয়েছে ১ জন, উজানটিয়া এএস আলিম মাদরাসায় পাশ করেছে ২৩ , অকৃতকার্য ৩ জন, পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসায় পাশ করেছে ৫৫, অকৃতকার্য ২ ও জিপিএ পেয়েছে ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *