কক্সবাজার

জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা।

রবিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, যারা বিদেশে যান তাদের জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত।যার ফলে তাদের উপার্জিত রেমিটেন্স এর পরিমান বৃদ্ধি পাবে। পাশাপাশি এ ক্ষেত্রে সরকারের নেয়া সেবাসমূহের তথ্য তৃণমূল পর্যায়ে পৌছাতে হবে।
সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসীদের বিদেশ গমনের পূর্ব-প্রস্তুতি,প্রশিক্ষনের মাধ্যমে ও বৈধভাবে বিদেশ যেতে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্য ক্রম বিষয়ে তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *