জেলা নির্বাচন অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সম্ভাব্য প্রার্থী, নির্বাচনী এজেন্ট-প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) জেলা নির্বাচন অফিস কার্যা লয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান।
জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হলেও নির্বাচনী কার্যক্রমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মাসহ জেলার বিভিন্ন নির্বাচনী আসনের প্রার্থীর এজন্ট ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল, জামানতের টাকা পরিশোধের পদ্ধতিসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।