টেকনাফে কোষ্টগার্ডের পৃথক অভিযান : বিভিন্ন প্রকার মা*দক জব্দ
টেকনাফে কোষ্টগার্ড পৃথক অভিযান চালিয়ে মালিক বিহীন ২৮৭ ক্যা*ন আন্দামান গোল্ড বি*য়ার, ৪৪ বোতল গ্র্যান্ড হু*ইসকি ও ১ হাজার ৪১১ বোতল বিভিন্ন প্রকার মা*দকের বোতল জব্দ করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এস,এম,তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ কোষ্টগার্ডের অধিন পূর্ব জোনের বিসিজি ষ্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কেয়াবনে লুকিয়ে রাখা ৪৮ টি বস্তা থেকে মা*দক উদ্ধার করা হয়। অপর দিকে শাহপরীর দ্বীপ বিসিজি ষ্টেশনের কোস্ট গার্ডের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ায় অভিযান চালিয়ে ৯ টি বস্তা উদ্ধার করে। এ সব বস্তা থেকে ২৩৮ ক্যান আন্দামান গোল্ড বি*য়ার, ২০ বোতল গ্র্যান্ড হু*ইসকি ও ৬৩৩ বোতল বিভিন্ন প্রকার ম*দ উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও এ ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।