টেকনাফে বিশ্ব মৎস্য দিবস পালিত
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২ এর আয়োজনে কক্সবাজারের টেকনাফে বিশ্ব মৎস্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে মৎস্য-সম্পদ উন্নয়নের সাথে জড়িত টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া-ল্যান্ডিং সেন্টার-বেইজড ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, উপকূলীয়-সামুদ্রিক মৎস্য আহরণ, বিপনন এবং এর সাথে জড়িত সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবিদের নিয়ে মহেশখালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইকোফিশ-২ এর গবেষণা সহকারী মোঃ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টেকনাফের ইকোফিস-২ এর সহযোগী গবেষক শহীদ নাসরুল্লাহ আল মামুন, টেকনিক্যাল অফিসার-এসসিএমএফপি-মৎস্য অধিদপ্তর মোঃ মাসুদ রানা, মহেশখালীয়া পাড়া এলএফসিসি’র সাধারণ-সম্পাদক-আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ, অতিরিক্ত মাছ আহরণ, প্লাস্টিক ও ছেড়া জাল ফেলার ক্ষতিকর প্রভাব, উপকূলীয় ও সামুদ্রিক দূষণ, জলবায়ুর পরিবর্তনে জীবন-জীবিকার প্রভাব নিয়ে আলোচনা করেন। পরিশেষে অংশগ্রহকারীগণ সম্মিলিতভাবে সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ, বাস্তুসংস্থানের উন্নয়ন ও টেকসই মৎস্য আহরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।