টেকনাফে মৎস্য কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে মন্ত্রনালয়ের সচিব
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চানদলী পাড়া এলাকায় সমুদ্র সৈকতের পাশে মৎস্য কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান নির্বাচনের জমি পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ডঃ নাহিদ রশীদ।
রবিবার তিনি স্থানটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এখানে মেরিন একাডেমিসহ বিভিন্ন মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র স্হাপিত হবে।
পরিদর্শনকালে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মোঃ মাহবুবুল হক, প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দর চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।