টেকনাফে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টেকনাফে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটি আয়োজন করে হ্নীলা ইউনিয়ন পরিষদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।
খেলায় হ্নীলা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম হোয়াইক্যং ক্রীড়া সংঘ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১ – ০ গোলে হ্নীলা ইউনিয়ন পরিষদ একাদশ হোয়াইক্যং ক্রীড়া সংঘ একাদশ কে পরাজিত করে।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।