টেকনাফ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
টেকনাফ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দপ্তরের কর্মকর্তাদের নির্বাচনী কাজে সার্বিক সহযোগিতা প্রদান ও উপজেলায় চলমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।