দুই গ্রুপের গোলাগুলিতে ৩ রোহিঙ্গা নিহত
উখিয়া ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২টায় উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে পৃথকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল কাসেম, মো. জোবাইর ও মো জয়নাল। তিন জনই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে উখিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন মারা যান। এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।