দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় তৎপর বাংলাদেশ সেনাবাহিনী
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য তৎপর হয়েছে সেনাবাহিনী। হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত হলেন ক্যাপ্টেন মুজতাহিদ (০১৭৬৯১১৯৯৮৮)।
সারাদেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে মন্দির প্রাঙ্গনে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। একইসাথে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সমাজের সকল ধর্মালম্বিদের সম্প্রীতি বজায় রেখে সুশৃঙ্খল হয়ে বসবাস করার আহব্বান করা হচ্ছে।
সামাজিক নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় জনগণের সাথে থাকবে। মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।