নভেম্বর মাসে টেকনাফ স্থল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
টেকনাফ স্থলবন্দরে গত মাসে আমদানি খাতে ৩২৫টি বিল অব এন্ট্রির বিপরিতে ৪৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। এই মাসে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৪৬ কোটি টাকা।
অপর দিকে রপ্তানি খাতে ২৭ টি বিল অব এন্টির বিপরিতে ৩৭ লাখ ২৮ হাজার ২০৮ টাকা রাজস্ব আয় করেছে। যা রেমিট্যান্স আকারে জমা হবে।
বন্দরের রাজস্ব কর্মকর্তা এস,এম মোশাররফ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতার কারনে বন্দরে আমদানি-রপ্তানির উপর প্রভাব পড়ায় রাজস্ব আয় কমেছে। সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে রাজস্ব আয় দ্বিগুণ হবে।