কক্সবাজার

নাইক্ষ্যংছড়িতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৩ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় সদর বাজার পরিদর্শন করে ৩ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরের কাঁচাবাজারে এ জরিমানা করা হয়।

বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এসময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে তিন জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে মো: হোসেন মুদির দোকানকে ৬ হাজার টাকা ও পাইকারি ব্যবসায়ী সোলোমানকে ৩ হাজার এবং খুচরা আর এক বিক্রেতাসহ মোট তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে কাঁচামাল বাজারে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে তিনজন অসাধু ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *