নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি-তুমব্রু সড়কে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় তাকে উপজেলা সদরের বড়ুয়া বৌদ্ধ বিহার এলাকা থেকে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফের জাদিমুরা গ্রামের দিল মোহাম্মাদ এর পুত্র জাকির হোসেন (২৮)। তার কাছ থেকে ৩ হাজার ৯শ ৬০ ইয়াবা জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল মো: সাহল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র পাচার,অবৈধ কাঠ পাচার,ও পরিবহনসহ অন্যান্য যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে ১১ বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত রেখেছে।