রাজনীতিরামু

নৌকায় ভোট দিয়ে অসহায় মানুষের সেবা অব্যাহত রাখার সুযোগ দিন- কমল

রামুতে মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী এমপি কমল।

দশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩( সদর-রামু-ঈদগাঁও) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বিগত দশ বছর সংসদ সদস্য থাকাকালীন আমি কোন অবৈধ টাকা বা সম্পদ অর্জন করিনি। এমনকি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বৈধভাবে অর্জিত টাকা পয়সাও নিজের জন্য বা স্ত্রী-সন্তানের জন্য জমা রাখিনি। সবকিছু আমার নির্বাচনী এলাকার গরীব-অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি।
রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এমপি কমল বলেন, গত বিশ বছর ধরে কক্সবাজারের প্রতিটি অসহায় মানুষকে উজাড় করে সেবা দিয়ে আসছি । প্রতিটি বন্যায়, করোনা কালীন সময় আমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যখন বাবা-মায়ের লাশ ছেলে মেয়ে ধরে নাই, ফেলে চলে গেছে, তখন আমি নিজ হাতে লাশ দাফন করেছি। এই এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের সহযোগীতা দিয়েছি। গরীব রোগীদের অার্থিক সহায়তা সেবা দিয়েছি। মানুষের যেখানে দু:সময় সেখানে ছুটে গিয়েছি।

একজন সেবক এমপি হিসেবে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে আরো বড় সেবক হওয়ার সুযোগ দেযায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেন, আগামীতেও জনগণের আরো ভালোবাসা অর্জন, সম্প্রীতি বজায় রাখা, মাদক-সন্ত্রাস নির্মুল করতে আপনাদের সেবক, নিরাপত্তা প্রহরী বা গোলাম হয়ে থাকতে চাই।
আওয়ামী লীগসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ আসনটি পুনরায় বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল আহবান জানান।
রবিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় রামু ওসমান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইকবালুর রশিদ আমিন সোহেল, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সও, গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ্ আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, খুনিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান মো. ইউনুস ভুট্টো, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
সভায় রামু উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *